ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

যুবলীগসহ ৪ সংগঠনের সম্মেলন নভেম্বরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৯, ৯ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

যুবলীগসহ আওয়ামী লীগের চার ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলন চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান আজ বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২ নভেম্বর কৃষক লীগ, ৯ নভেম্বর শ্রমিক লীগ, ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ও ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে কৃষক লীগের সম্মেলনের তারিখ দুই একদিন আগে বা পরে হতে পারে। 

দলীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে গণভবনে সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে যোগদান ও ভারতের দিল্লি সফরের অর্জন ও সফলতা তুলে ধরতে আয়োজিত সাংবাদিক সম্মেলন শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সহযোগী সংগঠনগুলোর অনানুষ্ঠানিক বৈঠকে উল্লিখিত সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, সংগঠনের কমিটির মেয়াদ থাকে তিন বছর। ২০১২ সালে এসব সংগঠনের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সে হিসাবে আরও ৩ বছর আগেই সংগঠনগুলোর মেয়াদ শেষ হয়েছে। এতে সংগঠনগুলোর নেতৃত্বের ব্যাপক পরিবর্তন আসতে চলেছে বলে জানা যায়। এর আলোকে সহযোগী সংগঠনগুলোকে ১০ ডিসেম্বরের আগেই সম্মেলন শেষ করতে চিঠি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি