ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ১৭ মে ২০২১

Ekushey Television Ltd.

রক্ষণাবেক্ষণ কাজের জন্য নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় আজ সোমবার (১৭ মে) গ্যাস থাকবে না। জ্বালানি বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জ্বালানি বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধিরগঞ্জ সি জি এস-এর জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (১৭ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৮ মে) সকাল ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহর এলাকা, সিদ্ধিরগঞ্জ, আদমজী ইপিজেড, গোদনাইল, পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ বিসিক,পঞ্চবটী থেকে মুক্তারপুর পর্যন্ত এলাকা, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ বিসিক, রেকাবী বাজার ও তৎসংলগ্ন এলাকার সকল শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ বা গ্যাসের স্বল্পচাপ অবস্থা বিরাজ করবে।

বিজ্ঞপ্তিতে, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি