ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

রমজানে ত্বকের যত্ন

প্রকাশিত : ২২:১৬, ১৭ মে ২০১৯

চলছে রমজান। প্রচণ্ড গরমে সারাদিন পানাহার থেকে বিরত থাকায় অনেকের ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই প্রয়োজন ত্বকের বিশেষ যত্ন।

এ নিয়ে একুশে টিভির সঙ্গে কথা বলেছেন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডা. ফাতিমা ওয়াহিদা। তিনি ঢাকা মেডিকেল কলেজে চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন।

একুশে টিভি: সারাদিন আমরা রোজা থাকছি, সবধরণের পানাহার থেকে বিরত থাকছি। এতে ত্বকে কোন ধরনের প্রভাব পরতে পারে কি-না?

ডা. ফাতিমা ওয়াহিদা : রমজানে যেহেতু আমরা সেহরির পর থেকে ইফতার পর্যন্ত কোন ধরণের খাবার গ্রহণ করি না, এক্ষেত্রে আমাদের পানি শূন্যতা অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। যা আমাদের ত্বকে পানি শূন্যতার প্রভাব ফেলে।

এ মাসে যেহেতু আমরা দু’বেলা খাবার গ্রহণ করার সুযোগ পাই, তাই সেটাকে কাজে লাগাতে হবে।

সেহরি ও ইফতারে অন্যান্য খাবারের সঙ্গে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। পাশাপাশি, ফলের রস, ডাব খাওয়া যেতে পারে।

একুশে টিভি: প্রচণ্ড গরমেও দৈনন্দিন আমাদের কাজের জন্য বাহিরে যেতে হয়। এক্ষেত্রে আমাদের ত্বককে কিভাবে আমরা ভালো রাখতে পারি?

ডা. ফাতিমা ওয়াহিদা : প্রচণ্ড গরমের ফলে শরীরে অনেক ধরণের সমস্যা হতে পারে। অতিরিক্ত ঘামের ফলে, অনেক সময় ঘাম না বের হতে পেরে সেখানে থেকে যায়।

এর ফলে ঘামাছি, সামার বয়েল বা ফোঁড়ার মত বিভিন্ন চর্মরোগ হতে পারে।

এক্ষেত্রে, বিভিন্ন পাউডার ব্যবহার করা হয়ে থাকে। শরীর শুষ্ক রাখতে ওলেন্টিয়ন কম্পোজিশন, কিউটি কুরা নামে বিভিন্ন পাউডার আমরা ব্যবহার করতে পারি।

একুশে টিভি: গরমের এই সময়টাতে আমাদের কি ধরণের পোশাক পরিধান করা উচিত?

ডা. ফাতিমা ওয়াহিদা : গরমকালে সব সময় সুতি জামা-কাপড় পরিধান করা উচিৎ।

একুশে টিভি: কি ধরণের খাবার খেলে গরমেও আমাদের ত্বক ভালো থাকবে?

ডা. ফাতিমা ওয়াহিদা : প্রথমত আমাদের পানির চাহিদা পূরণ করতে হবে। সেটা ফলের রস, ডাব বা সাধারণ পানি দিয়েও হতে পারে।

পাশাপাশি, ভাজা-পোড়া খাবার গ্রহণ থেকে বিরত থাকলে ভালো। শুধু রমজান নয়, সব মময় আমাদের এগুলো করতে হবে। বিশেষ করে রমজানে ত্বকের সুরক্ষায় এগুলো অবশ্য করণীয়।

সিদ্ধ করা খাবার, ভিটামিন ‘এ’ ‘ই’ ধরণের খাবার যেমন গাজর, টমেটো, ব্রকলি খাওয়া যেতে পারে।

একুশে টিভি : ত্বকের যত্নে অনেকে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকে। এ ব্যাপারে আপনার পরামর্শ কি?

ডা. ফাতিমা ওয়াহিদা : গরমের এসময় খুব প্রয়োজন ছাড়া স্কিনের পোজগুলোকে ব্লক করার দরকার নেই। স্কিনকে হেলদি রাখার জন্য যতটুকু না হলেই নয়, ততোটুকু করা যেতে পারে।

এসময় অতিরিক্ত মেকাপে যাদের মুখে ব্রণসহ শরীরের বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলো আরও বেড়ে যায়। তাই, চেষ্টা করতে হবে কম ব্যবহার করতে।

একুশে ‍টিভি : এসময় অনেক নারী ত্বকের বিভিন্ন সমস্যায় পড়েন। কি ধরণের সমস্যা নিয়ে তারা আপনাদের নিকট আসেন?

ডা. ফাতিমা ওয়াহিদা : এসময় নারীদের বিভিন্ন সমস্যা হয়ে থাকে। পুরুষদের পাশাপাশি নারীদেরও ঘামাছি হয়ে থাকে। বিশেষ করে কর্মজীবী নারীদের সমস্যা আরও বেশি হয়ে থাকে।

এসময় নারীরা সবচেয়ে বেশি ভোগেন মেছতা সমস্যায়। কেননা, গরমের সময় এর প্রভাব আরও বেশি হয়ে থাকে। অনেকে এটি প্রতিকারে বিভিন্ন ক্রিম ব্যবহার করে।

কিন্তু, এ ধরণের ক্রিম ব্যবহারে সাময়িকভাবে সুন্দর লাগলেও, এটি আসলে ক্ষতিকার। এটি একধরণের অপচিকিৎসা।

এর প্রতিকারে আমাদের দেশে যে তামপাত্রা তাতে কোন নারীর মেছতা থাকুক বা না থাকুক, ত্বকের যত্নে অবশ্যই সান ব্লাক ব্যবহার করা উচিৎ।

এক্ষেত্রে ফিজিক্যাল ও ক্যামিক্যাল সান ব্লাক ব্যবহার করা যেতে পারে।

একুশে টিভি: মসলাযুক্ত খাবার খেলে কি ত্বকের ওপর কোন ক্ষতি হতে পারে?

ডা. ফাতিমা ওয়াহিদা :  মসলাযুক্ত খাবারে পাকিস্থলিতে সরাসরি প্রভাব ফেললেও, ত্বকের ওপর সরাসরি কোন প্রভাব ফেলে না।

মসলাযুক্ত যেকোন খাবার গ্রহণ করলে, শরীরে যেহতু প্রভাব ফেলে, তাই সরাসরি না হলেও, পরোক্ষভাবে তা প্রভাব ফেলে। অর্থাৎ, ভালো খাবার হলে  ত্বক ভালো থাকবে।

আই// এসএইচ/

 

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি