ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সাঈদ খোকনের আহ্বান

প্রকাশিত : ১৪:০৬, ২৮ এপ্রিল ২০১৯ | আপডেট: ১১:০৬, ২৯ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

আজ রোববার রাজধানীর নগরভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে মেয়র সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, রমজানে চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল থাকবে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা নিয়ে এ মতবিনিময় সভা-আয়োজন করা হয়।

ব্যবসায়ী নেতারা জানিয়েছেন কিছু কিছু দ্রব্যের দাম কমবে। আমি আহ্বান জানাচ্ছি, দাম না কমলেও যেন বাড়ার কোনো সম্ভাবনা না থাকে। এসময় তিনি রমজান মাসে দ্রব্যমূল্যের দাম যাবে না বাড়ে এবিষয় সবার সহযোগিতা কামনা করেন তিনি।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি