ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫

রমনার ডিসি মাসুদকে বহিষ্কারের দাবি প্রকৌশল শিক্ষার্থীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ২৭ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। বুধবার (২৭ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান প্রকৌশল শিক্ষার্থীদের প্রতিনিধি জুবায়ের আহমেদ।

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নে সরকারের গঠিত কমিটি প্রত্যাখ্যান করে নতুন পাঁচ দফার একটিতে এমন দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

জুবায়ের আহমেদ বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে হামলার জন্য ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে।

রাজধানীতে আজকের আন্দোলনে ডিসি মাসুদ আলম প্রকৌশল শিক্ষার্থীকে গলা টিপে ধরেন বলে অভিযোগ করেছেন বুয়েটের ছাত্র আবরার ফাইয়াজ।

ফেসবুক পোস্টে আবরার ফাইয়াজ লেখেন, ‘মিন্টু রোডের সামনে আসার পরে কোনো ব্যারিকেড নাই, পুলিশ নাই। রাস্তা দিয়ে গাড়ি চলতেচছে। আমরা কয়েকজন মিলে থামাইলাম সবাইকে, ছবির ভদ্রলোক (ডিসি মাসুদ) এসে ২০ব্যাচের এক ভাইয়ের গলা চেপে ধরলো। বেশ কয়েকজনকে ঘুষি-লাথি দিলো পেছন থেকে এসে। আমাদের আজকের বেশিরভাগ শিক্ষার্থী ছিলো ঢাকার বাইরের। দেখে ক্ষেপে গিয়ে পোলাপান মিন্টু রোডে ঢুকলো।’

এসএস//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি