ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

রাজউকের নতুন চেয়ারম্যান সুলতান আহমেদ

প্রকাশিত : ২০:৪৮, ২০ মে ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সুলতান আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল কাদিরকে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে।

রাজউকের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা আব্দুর রহমানের মেয়াদ শেষ হয় গত ১৪ মে। এখন তার স্থলাভিষিক্ত হলেন বিসিএস (প্রশাসন) ৮ম ব্যাচের এ কর্মকর্তা সুলতান আহমেদ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি