ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

রাজধানী ও বন্দরনগরীসহ ৪ জেলায় পশুর হাট না বসানোর সুপারিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ১১ জুলাই ২০২০

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় বসানো হয় অস্থায়ী পশুর হাট- সংগৃহীত

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় বসানো হয় অস্থায়ী পশুর হাট- সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানী ঢাকা ও বন্দরনগররী চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরে পশুর হাট না বাসাতে অনুরোধ করা হয়েছে। সংক্রমণের শীর্ষে থাকা এসব জেলায় কোরবানীর পশুর হাট না বসাতে অনুরোধ করে কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কারিগরি কমিটি। একই সঙ্গে আসন্ন ঈদের ছুটিতে এ ৪ এলাকা থেকে অন্যান্য স্থানে যাতায়াত বন্ধ রাখারও পরামর্শ দিয়েছে কমিটি। গতকাল শুক্রবার কমিটির ১৪তম অনলাইন সভায় এসব সুপারিশের প্রস্তাবনা গ্রহণ করা হয়। পরে সন্ধ্যায় কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা ও সদস্য সচিব অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

এতে বলা হয়, কোরবানির ঈদ সামনে রেখে জাতীয় পরামর্শক কমিটি কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা করেছে। কোভিড-১৯ সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি। এ অবস্থায় ঢাকাসহ বিভিন্ন এলাকায় অবাধ জীবনযাত্রায় উদ্বেগ প্রকাশ করে জাতীয় কমিটি। জাতীয় পরামর্শক কমিটি ঢাকা ও তার আশেপাশের এলাকায় কঠোর নিয়ন্ত্রণ কার্যক্রমের পরামর্শ দিয়েছে।

কমিটি তাদের সুপারিশে বলেছে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে যেন পশুর হাট স্থাপন না করা হয়। এক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে পশু কেনাবেচার ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া অন্যান্য জায়গায় সংক্রমণ প্রতিরোধ নীতিমালা পালন সাপেক্ষে কোরবানির পশুর হাট বসানো যেতে পারে।

শহরের অভ্যন্তরে পশুর হাট স্থাপন না করা ও পশু জবাইয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, কোরবানি পশুর হাট খোলা ময়দানে স্থাপন, হাটে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সংক্রমণ প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ, বয়স্ক ব্যক্তি এবং অসুস্থদের পশুর হাটে যাওয়া থেকে বিরত রাখা, পশুর হাটে প্রবেশ ও বের হওয়ার পৃথক রাস্তা রাখা, পশুর হাটে আগমনকারী সব ব্যক্তির মাস্ক পরিধান বাধ্যতামূলক করা, কোরবানির পশু বাড়িতে জবাই না করে শহরের বাইরে সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে করার পরামর্শ দেয় কারিগরী কমিটি।

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি