ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

২ দিন ধরে ভোলার সকল রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৫, ২৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাস শ্রমিকদের উপর সিএনজি চালকদের হামলার প্রতিবাদে ভোলার সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস শ্রমিক ইউনিয়ন। দু’দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আজ সোমবার সকাল থেকে বাস শ্রমিকরা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করার পাশাপাশি সিএনজি চলাকালে বাধা সৃষ্টি করে। এছাড়া একাধিক সিএনজি বাস ডিপোতে আটকে রাখে। 

গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ভোলার অভ্যন্তরীণ ৫টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। 

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। দূর দূরান্তের পথে অনেকেই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ অটোরিক্সাসহ বিকল্প যানবাহনে চলাচল করছেন। এছাড়া এসব যানবাহনে ভাড়া এবং সময় লাগছে দ্বিগুণ বলে অভিযোগ যাত্রীদের। 

অপরদিকে অভ্যন্তরীণ মহাসড়কে সিএনজি চলাচল বন্ধ করার পাশাপাশি শ্রমিকদের উপর সিএনজি চালকদের হামলার বিচার না করা পর্যন্ত শ্রমিকদের এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান বাস - মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। 

এর আগে রোববার বিকেলে ভোলার চরফ্যাশন বাজারে যাত্রী ডাকাকে কেন্দ্র করে সিএনজি চালকরা অনন্যা পরিবহন নামের একটি বাসের চালক ও শ্রমিকদের মারধর করে। এতে বাস চালক সজিব ও শ্রমিক তানজিল গুরুতর আহত হয়। 

এ ঘটনার প্রতিবাদে রোববার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ঘোষণা করে ভোলা বাস শ্রমিক ইউনিয়ন। এতে করে ভোলার অভ্যন্তরীণ ৫টি রুট ভোলা-দৌলতখান, ভোলা-তজুমুদ্দিন,ভোলা-চরফ্যাশন, ভোলা-ইলিশা ও ভোলা-ভেদুরিয়া রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি