ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

রাজধানী থেকে মা-মেয়ে-ছেলের মৃতদেহ উদ্ধার (ভিডিও)

প্রকাশিত : ১১:২৬, ১৩ মে ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর উত্তরখানের একটি বাসা থেকে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রাত সোয়া দশটার দিকে চাপানেরটেক এলাকার বাসাটি থেকে মা, মেয়ে ও ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মা-মেয়ের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও, ছেলের শরীরে আঘাত রয়েছে বলে জানায় পুলিশ।

রাজধাবনীর উত্তরখানের চাপানের টেক এলাকার এই বাসা থেকে মা জাহানারা বেগম, ছেলে কাজী মুহিত হাসান এবং মেয়ে তাসপিয়া সুলতানার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জাহানারার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। কয়েক বছর আগে তার স্বামী মারা যান। পহেলা মে উত্তর খানের এই বাসা ভাড়া নেন তারা। পাশে একটি বাড়ি তৈরির চিন্তা রেখে এখানে উঠেন বলে ধারণা নিহতের স্বজন এবং বাসার দারোয়ানের।  নিহতদের পাশের রুমে তিন ব্যাচেলর ভাড়া থাকেন।

মৃতদেহ উদ্ধারের সময় বাসার ভেতরে ছিটকিনি আটকানো ছিল। এ’সময় সেখান থেকে জাহানারা নাম উল্লেখ  করা একটি চিরকুট পাওয়া গেছে বলে জানায় পুলিশ। তবে কি  কারণে এই হত্যাকান্ড প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটিত হবে বলে মন্তব্য করেন পুলিশের এই কর্মকর্তা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি