ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে অভিযানে আটক ৩৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৫৭, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীতে সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। এ সময় পিস্তলসহ বিপুল পরিমাণ ইয়াবা ফেন্সিডিল, বিয়ার, বিদেশি মদ এবং ইয়াবার কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো ইউনিট।

মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হুশিয়ারি ও অভিযান পরিচালনার নির্দেশনার পর এ অভিযান শুরু করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরেরর মহাপরিচালক (ডিজি) মো. জামাল উদ্দীন আহমেদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজধানীসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের তালিকা ধরে ধরে অভিযান চালানো হচ্ছে। অভিযানের প্রথম দিনে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

একে//এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি