ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাজধানীতে এ্যারোসল ও সাপোজিটর সংকট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ৩০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীতে ডেঙ্গু জ¦র ভয়াবহ রুপ নেয়ার সাথে সাথে খুচরা বাজারে মশা মারার অ্যারোসল ও এন্টি মসকিউটো লোশনের সংকট। এমনকি নাপা সাপোজিটরও যেনো বাজার থেকে হাওয়া। খুচরা ব্যবসায়ীরা বলছেন, কোম্পানি সরবরাহ করছে না। তবে যারা সংকট তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। 
রাজধানীসহ সারা দেশেই ছড়াচ্ছে ডেঙ্গু। এডিস মশাই ডেঙ্গুর বাহক। মশা মারতে তাই চাহিদা বেড়েছে কয়েল, অ্যরোসলের। 
রাজধানীর বিভিন্ন বাজারের খুচরা দোকানগুলোতে নেই বিভিন্ন কোম্পানির মশা মারার অ্যারোসল। দোকানিরা বলছেন, কেম্পানী মাল না দিচ্ছে না।
ডেঙ্গু জ¦র ছড়িয়ে পড়ায় চাহিদা বেড়েছে নাপা সাপোজিটরের। ফার্মেসিগুলো থেকে হঠাৎই যেনো উধাও হয়েছে সাপোজিটর। আর মশার হাত থেকে বাঁচতে এন্টি মসকিউটো লোশন খুচরা বাজারের একেবারেই নেই।
এটি ভোক্তাদের সাথে প্রতারণা বলছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এ অবস্থায় বাজার মনিটরিং করার কথা জানিয়েছে সংস্থাটি। 
পণ্যের গায়ে লেখা মূল্যের বেশি যাতে না নিতে পারে সে বিষয়টিও দেখবে তারা।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি