ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে কভার্ডভ্যানের চাপায় ২ যুবকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ১৮ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১০:৪১, ১৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকার গেণ্ডারিয়ার স্বামীবাগ এলাকায় কভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন। বুধবার রাত ২টার দিকে স্বামীবাগ এলাকার শক্তি ও সাধনা ঔষধালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- সালাউদ্দিন রাহেল (২৭) ও রাসেল আকন (২৬)। তাদের বাসা যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায়।

তাদের বন্ধু মো. হান্নানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গেণ্ডারিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, তিন বন্ধু লালবাগ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন।

পথে একটি কভার্ডভ্যান পেছন থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দিলে তিনজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাহেল ও রাসেলকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পুলিশ ওই কভার্ডভ্যানের চালককে আটক করেছে বলে জানান গেণ্ডারিয়ার ওসি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি