ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ১২ আগস্ট ২০১৯ | আপডেট: ১৯:৩৪, ১২ আগস্ট ২০১৯

রাজধানীতে কোরবানি পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। সোমবার (১২ আগস্ট) দুপুর ২টার পর থেকে এই কার্যক্রম শুরু করে দুই সিটি করপোরেশন। 

জানা গেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকায় কুরবানির বর্জ্য অপসারণ করবে ঢাকার দুই সিটি করপোরেশনের ১৪ হাজার পরিচ্ছন্নতাকর্মী।

রাজধানীর উত্তরায় বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন,আমাদের সামনে এখন দুটো চ্যালেঞ্জ। প্রথমত, হাটের বর্জ্য অপসারণ করা, দ্বিতীয়ত, কুরবানির পশুর বর্জ্য অপসারণ করা। আমরা আশা করছি,আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুরবানি হওয়া পশুর অপসারণ করে ফেলব।

মেয়র আতিকুল ইসলাম বলেন, বিকেলের মধ্যেই বেশিরভাগ ওয়ার্ডের বর্জ্য অপসারণ করা হয়ে যাবে। আমাদের ৩৬৭টি ট্রাক প্রায় এক হাজার ৬০০ টন বর্জ্য নিয়ে আমিনবাজার ল্যান্ডফিল এ পৌঁছেছে।

এর আগে এ বিষয়ে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, ঈদের দিন সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দুই সিটি করপোরেশন এলাকায় কুরবানি পশুর বর্জ্য অপসারণ করা হবে।

কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি