ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে গাড়ি চাপায় বিজিবি সদস্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১০:৫১, ৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকার বিজয় সরণিতে বাস চাপায় রুপন ডিও (৪৫) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। শনিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুপন ডিওর পরিচয়পত্র নম্বর-৫৮৩৬৪। তিনি বিজিবি সদর দফতরে মোটর মেকানিকের শাখায় কাজ করতেন।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শাজাহান হাওলাদার জানান, মরদেহের সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত হওয়ার বিষয়টি ইতিমধ্যে বিজিবি সদর দফতরে জানানো হয়েছে বলে জানান তিনি।

শাজাহান জানান, মিরপুর থেকে ফার্মগেটগামী বিহঙ্গ পরিবহনের একটি বাস বিজয় সরণিতে (উড়োজাহাজ ক্রসিং) মোটরসাইকেল আরোহী রুপন ডিওকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালককে আটক করা যায়নি।

 

একে//এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি