ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২০:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকায় গাড়ির ধাক্কায় সাইদুল ইসলাম (৩৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ক্যান্টনমেন্টের মাটিকাটা ফ্লাইওভারের ওপরে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুললের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়। তার পিতার আবদুল হাকিম। তিনি ভাটারা নতুনবাজার এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন বলে জানা গেছে। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মাটিকাটা ফ্লাইওভারের উপর দিয়ে ভ্যান চালিয়ে যাচ্ছিলেন সাইদুল। এ সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন সাইদুল। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 একে/এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি