ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

রাজধানীতে গ্যাস লাইনে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৯, ১৪ অক্টোবর ২০১৮

রাজধানীর উত্তরখানের বেপারিপাড়ার একটি বাসায় চুলার গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৮ জনের মধ্যে সুফিয়া বেগম (৫০) নামে আরও এক নারী মারা গেলেন।

রোববার সকাল ৭ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। দগ্ধ বাকিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে শনিবার ভোর ৪টার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়ায় তিনতলা একটি বাড়ির নিচতলায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের আটজন দগ্ধ হয়। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধদের উদ্ধার করে ঢামেকে ভর্তি করে।

এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় সুফিয়ার ভাতিজা আজিজুল ইসলাম (২৭) মারা যান। এদিন সন্ধ্যায় মারা যান তার স্ত্রী মুসলিমা (২০)।

চিকিৎসাধীন বাকি দগ্ধরা হলেন- সুফিয়ার মেয়ে আফরোজা আক্তার পূর্ণিমা (৩০), পূর্ণিমার ছেলে সাগর (১২), সুফিয়ার ভাতিজি ও আজিজুলের বোন আঞ্জু আরা (২৫) ও তার স্বামী ডাবলু মোল্লা (৩৩), তাদের ছেলে আব্দুল্লাহ সৌরভ (৫)।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি