ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

রাজধানীতে গ্যাসের আগুনে দগ্ধ ১ জনের মৃত্যু (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ১৩ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৭:২৭, ১৩ অক্টোবর ২০১৮

রাজধানীর উত্তরখানে বাসায় গ্যাসের আগুনে দগ্ধ একজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। তার নাম আজিজুল। ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ৭০ থেকে ৯০ ভাগই পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ধারণা- গ্যাস লাইনের লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটেছে।

গতরাত ৪টায় ব্যাপারি পাড়ায় একটি ভবনের নিচতলায় গ্যাসের চুলা জ্বালাতে গেলে, হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই দগ্ধ হয় ৮ জন। তাদের মধ্যে ৪ নারী, তিন পুরুষ ও এক শিশু রয়েছে।

ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসে।

একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

উত্তরখানের এই দুর্ঘটনার শিকার সবার বাড়ি পাবনার ভাঙুড়ায়। তারা আত্মীয় বলে জানা গেছে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি