ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে ছিনতাইকারীর কবলে প্রাণ গেলো নারীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ২৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:৩৩, ২৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর ধানমণ্ডি এলাকায় ছিনতাইয়ের কবলে পড়ে হেলেনা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত হেলেনা বেগম রাজধানীর কলাবাগানের গ্রিন কর্নার এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মনিরুল ইসলাম মন্টু।

ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার চক্রবর্তী জানান, হেলেনা বেগম ভোরের দিকে ধানমণ্ডি ৬ নম্বর রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেটকারে থাকা কয়েকজন ছিনতাইকারী তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগটি ধরে জোরে টান দিয়ে ছিনিয়ে নিতে চাইলে তিনি ছিটকে প্রাইভেটকারের সামনে রাস্তায় পড়ে যান। তখন ছিনতাইকারীরা তাকে প্রাইভেটকারের নিচে চাপা দিয়ে চলে যায়। পর পরিবারের লোকজন হেলেনাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে/এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি