ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ২৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর সায়েদাবাদ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইব্রাহিম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গেণ্ডারিয়া সামীবাগের সায়দাবাদ রেললাইনের পাশের গলিতে এই ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিমের (৩৬) বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার শেখপাড়ায়। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী।

ওয়ারী পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ইব্রাহিম সায়েদাবাদে বাস থেকে নেমে রেললাইনের পাশের গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় ছিনতাইকারী তাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় দৌড়ে নিকটস্থ সালাউদ্দিন হাসপাতালের সামনে এসে পড়ে যান  তিনি। এরপর হাসপাতালের কর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়।

তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে ভোর সোয়া ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে শরিফুল ইসলাম জানান তিনি।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি