ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

রাজধানীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাকিবুল (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গতকাল বুধবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় যাত্রাবাড়ী মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাকিবুলকে ছুরিকাঘাত করা হয়। এ সময় ইমরান নামে আরও এক ছাত্র আহত হয়েছে। তারা দুজনেই যাত্রাবাড়ীর মাতুয়াইলের পশ্চিমপাড়ায় বসবাস করেন বলে জানা গেছে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, নিহত রাকিবুল অপর বন্ধু ইমরান হোসেন মুন্নাসহ কয়েক সহপাঠী মিলে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকার লবণ ফ্যাক্টরির এলাকায় বেড়াতে গেলে ওই এলাকার কয়েকজন ছেলে তাদের উপর হামলা চালায়। এতে মুন্না ও রাকিবুল আহত হলে তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাকিবুল। এ ছাড়া আহত ইমরান ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছে।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি