ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাজধানীতে জেএমবির ৪ সদস্য আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ১৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির চার সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটি) বিভাগ বোমা তৈরির সরঞ্জামসহ তাদের আটক করে। এসময় দুটি চাপাতি, ৯৬টি ডেটোনেটর, ১০টি ব্যাটারিও উদ্ধার করা হয়।

রাজধানীর আব্দুল্লাহপুর থেকে রোববার রাত পৌনে ৯টায় উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মহিবুল ইসলাম (২২), মোজাম্মেল হক ওরফে বিল্লাল (৩৪), শামীম আহাম্মদ (২৭) ও দেলোয়ার হোসেন (৩৭)। তাদের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু হয়েছে। তাদেরকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় ডিএমপি।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির আদর্শ প্রচার করে আসছিল। তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও জননিরাপত্তা বিঘ্নিতকরণসহ ধ্বংসাত্মক কর্যকলাপ করার উদ্দেশ্যে উল্লেখিত বোমা তৈরির সরঞ্জাম নিজ হেফাজতে রাখে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি