ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাজধানীতে ট্রাকচাপায় দুই পথচারী নিহত

প্রকাশিত : ১০:১৫, ২৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর বিমানবন্দর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ফুটপাতে হাটতে থাকা দুই পথচারীকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রোববার দিনগত রাত পৌনে ১টায় এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধাম চন্দ্র রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ডালিম (২০) ও মোবারক (২৭)। তাদের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। নিহতদের কাছে থাকা মোবাইল ও মানিব্যাগে কিছু কাগজপত্র দেখে তাদের নাম পাওয়া গেছে।

এসআই শ্রীধান চন্দ্র রায় জানান, বিমানবন্দর ইন গেটের মুখে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠিয়ে দেয়। এতে ফুটপাতে থাকা দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলে জানান এসআই।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি