ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

রাজধানীতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর শেরেবাংলা নগরে ট্রাকের ধাক্কায় কবির হোসেন (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে নগরীর মানিক মিয়া এভিনিউতে এ দুর্ঘটনায় ঘটে।

নিহত কবির হোসেন ভোলার চরফ্যাশন উপজেলার চরগঙ্গাপুর গ্রামের সোনা মিয়ার ছেলে। কবির তার পরিবার নিয়ে মোহাম্মদপুরের বছিলা এলাকায় থাকতেন বলে জানা গেছে।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা গেছে, কবির হোসেন কারওয়ান বাজার থেকে ভ্যানে করে ডিম নিয়ে বছিলায় যাওয়ার পথে মানিক মিয়া এভিনিউয়ে ট্রাকের ধাক্কার গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে সকাল ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি