ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ১৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। ধীরে ধীরে কর্মব্যস্ত হয়ে উঠছে শহর। ভিড় বাড়ছে ঢাকার প্রবেশপথগুলোতে। আপনজনের সাথে ঈদ ভালবাসা বিনিময় শেষে আবারও ইট পাথর আর কংক্রিটের এই শহরে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ।

সরকারী অফিস আদালত ব্যাংক খুললেও শিক্ষাপ্রতিষ্ঠান এখনো খোলেনি। তাই এখনো স্বাভাবিক হয়নি রাজধানীর জীবনযাত্রা।

আর তাই, এর প্রভাব পড়েনি সদরঘাটে। অনেকেই পরিবার-পরিজন বাড়িতে রেখেই ঢাকা ফিরেছেন। এ কারণে লঞ্চে তুলনামূলক ভিড় কম। একই চিত্র বাস টার্মিনালেও।

এদিকে সিডিউল বিপর্যয় ছাড়াই কমলাপুর রেলস্টেশনে পৌঁছাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের ট্রেন।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, দুয়েক দিনের মধ্যেই ভিড় বাড়বে। চেনা পরিবেশে ফিরবে রাজধানী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি