ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ২৫ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১১:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সুসান মিত্র (৩৫) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে তার সহযোগী ওপর ছিনতাইকারী আহত হয়েছেন। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে হাতিরপুল এলাকায় ইস্টার্ন প্লাজার সামনে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। নিহত সুসান মিত্র রাজধানীতে কুখ্যাত ছিনতাইকারীদের অন্যতম বলে জানিয়েছে র‌্যাব।

অভিযান পরিচালনাকারী র‌্যাব-২ এর সদস্য এসপি মহিউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বলেছেন, রাত সাড়ে ১১টার দিকে পথচারীর ব্যাগম মোবাইল ছিনতাই করে মোটরসাইকেল যোগে তিন ছিনতাইকারী পালিয়ে যাচ্ছিল। নিউমার্কেট, সাইন্সল্যাব এলাকা থেকে তাদের ধাওয়া করে হাতিরপুল এলাকায় ইস্টার্ন প্লাজার সামনে পাকড়াও করা হলে ছিনতাইকারীরা গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। এতে সুশান মিত্র নিহত হন ও তার সহযোগী হাসান আহত হন। আর অন্য ছিনতাইকারী পালাতে সক্ষম হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি