ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

প্রকাশিত : ১২:০৬, ৯ জুলাই ২০১৯ | আপডেট: ১২:১৪, ৯ জুলাই ২০১৯

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজধানীর উত্তরখানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার এক আসামী নিহত হয়েছেন। তার নাম আনোয়ার হোসেন।

সোমবার দিবাগত রাত ২টার দিকে উত্তরখান থানার শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব ১-এর এএসপি (মিডিয়া) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরখানের শহীদনগর এলাকায় কয়েকজন জড়ো হয়ে ইয়াবা ও মাদকের টাকা ভাগবাটোয়ারা করছে এমন গোপন খবর আসে। এর ভিত্তিতে র‌্যাবের টহল দল সেখানে অভিযানে যায়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে তিন হাজার পিস ইয়াবা, শর্টগান, ৬টি কার্তুজ জব্দ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

র‌্যাবের দাবি, নিহত আনোয়ার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মাদক মামলা রয়েছে। আনোয়ারের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

এমএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি