ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ২৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার সকাল ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজের নতুন গেট থেকে মিছিলটি বের হয়ে চানখারপুল মোড়ের কাছে গিয়ে শেষ হয়। মিছিলে খালেদা জিয়ার মুক্তি চেয়ে দলীয় নেতাকর্মীরা স্লোগান দেন। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শুরুর সময় উপস্থিত নেতাকর্মীদের সামনে পথসভায় বক্তব্য রাখেন রিজভী। বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। অন্যথায় এ অবৈধ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি