ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন ২ শ্রমিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৫, ১৭ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর ডেমরায় নির্মান কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, রফিকুল ইসলাম (২৬) ও শফিকুল ইসলাম (২৫)। তারা দুজনই রড মিস্ত্রি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ৩টার দিকে ডেমরা বাদশা মিয়া রোড ভুট্টু চত্ত্বর এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৫টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন।

তাদের বাড়ি কুড়িগ্রামের কচাকাটা থানার মিরকা খামারি গ্রামে। রফিকুলের বাবার নাম ইউসুফ আলী আর শফিকুলের বাবার নাম মৃত রমিজ উদ্দিন। বর্তমানে থাকতেন ভুট্টু চত্ত্বরে। 

নিহত রফিকুলের বাবা ইউসুফ আলী জানান, তারা এক সাথে রড মিস্ত্রির কাজ করেন। ভুট্টু চত্ত্বরে রাস্তার পাশে রড সোজা করে মেশিন দিয়ে কাটার কাজ করছিলেন। রড সোজা করার সময় একটি রড গিয়ে পাশের বিদ্যুতের তারের সাথে স্পর্শ হয়। সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হন রফিকুল ও শফিকুল।

মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি