ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

রাজধানীতে মা-মেয়ের লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১, ২১ মার্চ ২০১৮ | আপডেট: ০৮:৪৮, ২১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উত্তর কালাচাঁদপুর খাঁপাড়ার একটি ভবনের চারতলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক। আবু বকর জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গারো সম্প্রদায়ের এই দুই নারীর লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, ‘লাশ দুটিতে আঘাতের চিহ্ন রয়েছে। তাই প্রাথমিকভাবে ধারণা করছি, মা-মেয়েকে খুন করা হয়েছে’।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি