ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ২৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ২১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর পুরান ঢাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই মাদক বিরোধী অভিযান চালানো হয়।

পুলিশের ভাষ্য মতে, আটক ব্যক্তিদের মধ্যে দুজন তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী রয়েছেন।

অভিযান নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (এডিসি) ইব্রাহিম খান গণমাধ্যমকে বলেন, আমরা শাঁখারীবাজার, রাজার দেউড়ি, বাসা বাড়ি লেনের সুইপার কলোনি এসব জায়গায় অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করেছি। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ২০৫ পিচ ইয়াবা, ২ হাজার ৫০০ পুরিয়া হেরোইন, ৬ কেজি গাঁজা, প্যাথেড্রিন ইনজেকশন ৪০টি এবং প্রায় ৫০ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

এমএইচ/ এসএইচ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি