ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে যুবকের আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর মিরপুরে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করছেন বলে জানিয়েছেন তার স্বজনরা। ওই যুবকের নাম রাব্বি হাসান বাবু (২০)। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বাবু লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরমেহাল গ্রামের মো. লিটন মিয়ার ছেলে। তিনি কাফরুলের উত্তর ইব্রাহীমপুরে পরিবারে সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন।

নিহতের প্রতিবেশী ইব্রাহীম জানান, রাতে বাবা-মায়ের চিৎকার শোনে তাদের ঘরে গিয়ে দেখি বাবু অচেতন অবস্থায় শুয়ে আছে। তখন সাহিনা আক্তার জানায়, বাবু গলায় ফাঁস লাগিয়েছে। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে আত্মহত্যা কারণ জানাতে পারেননি ইব্রাহীম।

 

একে/এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি