ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাজধানীতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ১৫ জুলাই ২০১৮ | আপডেট: ১২:২৪, ১৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর মহাখালী এলাকায় কাজী রাশেদ (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বনানী থানার উপপরিদর্শক (এসআই) শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার ভোরে মহাখালীর আমতলী এলাকার জলখাবার হোটেলের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রাশেদের বাবার নাম আবুল হোসেন বলে জানা গেছে। তিনি মহাখালী আমতলীর স্কুল রোড এলাকায় থাকেন।

এসআই শাহীন জানান, রোববার ভোরে জলখাবার হোটেলের পেছনে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাশেদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি