ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাজধানীতে যুবকের লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ১৩ জুলাই ২০১৮ | আপডেট: ১২:২৭, ১৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর পল্লবী থেকে সাদিকুল ইসলাম শিপন (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার কারছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধরণা করছে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, পল্লবী বারনটেক এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন শিপন। তাঁর বাবার নাম কুদ্দুস মিয়া। শিপন পেশায় ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। গতকাল রাত ৮টার দিকে শিপন বাসা থেকে বেরিয়ে যান। মধ্যরাতে বাসার সামনে গলায় তার পেঁচানো অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবার। পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওসি জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক কোনো বিষয় বা অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি