ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আ.লীগের ‘বিজয় উৎসব’

রাজধানীতে যেভাবে চলবেন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ১৯ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার আওয়ামী লীগের ‘বিজয় উৎসব’। এ উপলক্ষে ঢাকার কোন সড়কে যান চলাচল করবে, কোন পথে করবে না, গাড়ি পার্কিং স্থান কোথায় হবে- সে ব্যাপারে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এক বিজ্ঞপ্তিতে ডিএমপি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাবতলী, মিরপুর সড়ক হয়ে আগত ব্যক্তি যানবাহনে সায়েন্সল্যাব-নিউমার্কেট হয়ে নীলক্ষেতে নামবেন। এর পর হেঁটে টিএসসি হয়ে বিভিন্ন গেট দিয়ে উদ্যানে প্রবেশ করবেন। তাদের বাস বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এবং নীলক্ষেত থেকে পলাশী পর্যন্ত রাস্তার উভয় পাশে এক লাইনে পার্কিং করবে। উত্তরা থেকে এয়ারপোর্ট সড়ক হয়ে মহাখালী-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমণি ক্রসিং-নাইটিঙ্গেল-পল্টন মোড়-জিরো পয়েন্ট অথবা খিলক্ষেত ফ্লাইওভার-বাড্ডা-গুলশান-রামপুরা রোড-মৌচাক ফ্লাইওভার-মালিবাগ-শান্তিনগর-রাজমণি ক্রসিং- নাইটিঙ্গেল হয়ে পল্টন মোড় বা জিরো পয়েন্টে বাস থেকে নামতে হবে। পরে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের কথা বলা হয়েছে। তাদের বহন করা বাস মতিঝিল এলাকায় পার্কিং করতে হবে। তবে এ এলাকায় জায়গা সংকট হলে প্রয়োজনে হাতিরঝিল এলাকায় পার্কিং করা যাবে।

পূর্বাঞ্চল থেকে যাত্রাবাড়ী হয়ে এবং দক্ষিণাঞ্চল থেকে পোস্তগোলা হয়ে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে আসা বাস গুলিস্তানে থামবে। এসব বাসে আসা ব্যক্তিরা হেঁটে জিরো পয়েন্ট-দোয়েল চত্বর হয়ে অনুষ্ঠানস্থলে যাবেন। বাসগুলো মতিঝিল ও গুলিস্তান এলাকায় পার্কিং করবে। যারা মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে চানখাঁরপুল হয়ে আসবেন তারা চানখাঁরপুল নেমে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানে যাবেন। তাদের বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করতে হবে।

বাবুবাজার সেতু হয়ে আগত ব্যক্তিরা গোলাপশাহ মাজারে নেমে হেঁটে হাইকোর্ট-দোয়েল চত্বর হয়ে উদ্যানে যাবেন। তাদের বাস গুলিস্তান এলাকায় পার্কিং থাকবে।

শাহবাগ থেকে মৎস্যভবন পর্যন্ত সড়ক সর্বসাধারণের চলাচলের জন্য বন্ধ থাকবে এবং সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীসহ গণ্যমান্য ব্যক্তির গমনাগমন উপলক্ষে ওইদিন ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অনুষ্ঠানস্থলের চারপাশের বিভিন্ন ইন্টারসেকশন-বাংলামটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শাহবাগ, কাঁটাবন, নীলক্ষেত, পলাশী, বকশীবাজার, চানখাঁরপুল, গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল চার্চ, অফিসার্স ক্লাব, মিন্টো রোড ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন দেওয়ার প্রয়োজন পড়তে পারে। অনুষ্ঠানে আগতরা কোনো ধরনের হ্যান্ডব্যাগ, ট্রলিব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো কোনো বস্তু বহন করতে পারবেন না।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি