ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে লেগুনা চালককে পিটিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:৩৭, ১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর শাহআলী থানার দিয়াবাড়ী মোড় এলাকায় আজ শুক্রবার সকাল ৭টার দিকে মো. সেলিম (৩০) নামের এক লেগুনা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেছেন, শুক্রবার সকালে দিয়াবাড়ী মোড়ে একটি ট্রাক সেলিমের লেগুনাকে ধাক্কা দেয়। এতে দুই চালকের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে ট্রাক চালক লেগুনা চালককে মারধর করলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় সেলিমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ওসি আরও জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ট্রাকচালককে এখনো আটক করা যায়নি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি