ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

প্রকাশিত : ১১:৫৯, ২০ জুন ২০১৯ | আপডেট: ১২:৩২, ২০ জুন ২০১৯

Ekushey Television Ltd.

গত কয়েকদিনের তীব্র তাপমাত্রার পরিসমাপ্তি ঘটিয়ে বৃষ্টি ঝরল রাজধানীতে। এতে কিছুটা স্বস্তি পেলেন নগরবাসী।

কয়েকদিন ধরে প্রচণ্ড গরম শুরু হয়। দীর্ঘ খরতাপে অতিষ্ঠ নগরবাসী আজ বৃষ্টির পর ফিরে পেল সাময়িক স্বস্তি। সকালে রাজধানীতে এই বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।

এ সময় বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ চমকায় এবং দমকা বাতাসও বয়ে যায়।

এদিকে, বৃষ্টিতে পথ চলতে গিয়ে অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। তবে এরপরও সবার চোখেমুখে ছিল স্বস্তি।
রাজধানীর প্রায় সব স্থানেই বৃষ্টি হচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি