ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাজধানীর উত্তরায় ৪ জঙ্গি গ্রেফতার

প্রকাশিত : ১১:৩০, ১ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার সকালে র‌্যাব সদরদপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার রাত ২টার দিকে র‌্যাব-১ এর একটি দল উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করে।

তারা দেশের সম্মানিত ব্যক্তিবর্গ ও অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যা চেষ্টা পরিকল্পনার সাথে যুক্ত এবং জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের সক্রিয় সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

র‌্যাব সদরদপ্তর সূত্র জানায়, শুক্রবার রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি