ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

রাজধানীর কাফরুলে বহুতল ভবনে আগুন

প্রকাশিত : ১৯:২৫, ১৪ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর মিরপুর ১৪–এর পুলপাড় এলাকার একটি নয়তলা ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন আজ রোববার বলেন, বিকেল ৫টা ৫ মিনিটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ১০টি ইউনিট কাজ শুরু করে। এখন মোট ১৫টি ইউনিট কাজ করছে।

ঘটনাস্থলে উপস্থিত কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল রহমান বলেন, কাফরুল থানাধীন কচুক্ষেতের পুলপাড় এলাকার যে ভবনে আগুন লেগেছে সেটি নয়তলা। ভবনটি সিটিটাউন চাইনিজ রেস্টুরেন্ট নামে পরিচিত।

রেস্টুরেন্টের ওপর ষষ্ঠ ও সপ্তম তলায় গার্মেন্টসের গোডাউন আছে। সেখানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এস আই ফয়সাল রহমান জানান, গার্মেন্টসের গোডাউন তালাবদ্ধ ছিল। কোনো লোকজন সেখানে তিনি দেখেননি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি