ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাজধানীর চলছে বৃক্ষ ও পরিবেশ মেলা (ভিডিও)

প্রকাশিত : ১৪:৫০, ২৪ জুন ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর আগারগাঁওয়ে চলছে বৃক্ষ ও পরিবেশ মেলা। ফল-পুষ্পের নানা গাছে মেলা প্রাঙ্গণে সবুজের সমারোহ। দিনভর ভিড় লেগে আছে প্রকৃতিপ্রেমীদের। কিনছেন নানা জাতের গাছ।

রাজধানীর বুকে সবুজ অরণ্য। প্রতি বছরের মত এবারো বর্ষা মৌসুমে আগারগাঁওয়ে বসেছে বৃক্ষ ও পরিবেশ মেলা। মেলায় প্রয়োজনীয় গাছের খোঁজে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে যারা ছাদ কৃষি করেন তারা কিনছেন ফল-ফুলের নানা গাছ। 

স্টলে স্টলে শোভা পাচ্ছে লেবু, জাম্বুরা, পেয়ারা, কমলা, নাশপাতি, সফেদাসহ বাহারি ফলের গাছ। চোখ জুড়ানো সবুজের মেলায় এসে খুশি দর্শনার্থীরা।

মেলায় ঢুকতেই চোখে পড়ে নানা জাতে আম গাছ। মেলা সেজেছে ল্যাংড়া, আ¤্রপলিসহ একশ’রও বেশি জাতের আম গাছ। মেলায় আসা মানুষের আগ্রহ তাই আমগাছে।

বিভিন্ন জাতের ফলের পাশাপাশি অর্কিড, ক্যাকটাস, বনসাই, ড্রসিনা, অ্যানথোরাম, মুসান্ডা, এরিকা ফুলের গাছ মেলার সৌন্দর্যকে বাড়িয়েছে বহুগুণে। মেলাজুড়ে আছে বনজও বৃক্ষের সমাহার।

ত্রিশ টাকা থেকে শুরু করে লাখ টাকার সৌখিন গাছ শোভা পাচ্ছে মেলায়।

নাগরিক জীবন থেকে হারিয়ে যাওয়া সবুজ মেলায় টানছে নগরবাসিকে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি