ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

রাজধানীর পরিবাগের একটি ভবনে অগ্নিকাণ্ড

প্রকাশিত : ১৫:৩৬, ২০ জুন ২০১৯ | আপডেট: ১৫:৫৫, ২০ জুন ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকায় পরিবাগের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেলটেকের এক ভবনে বৃহস্পতিবার দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, ১৫ তলা ভবনটির ১১ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি বলে জানান এ কর্মকর্তা। তিনি জানান, আগ্নিকাণ্ডের ফলে ফ্লাটে একজন আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। ধোঁয়ার কারনে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে ধারণা করা হয়েচ্ছে।

স্থানায় বাসিন্দা সৈয়দ তানভীর শিমুল জানান, দুপরের দিকে পরীবাগের ১০ নম্বরের ভবনটি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বারান্দায় গিয়ে পাশের ভবনে ধোয়া দেখতে পাই। এরপর দমকলকর্মীরা এসে একজনকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যায়।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি