ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর সিটি হার্ট শপিংমলে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪, ৩০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর নয়াপল্টন এলাকায় সিটি হার্ট শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই মলে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি টিম।

জানা গেছে, রাজধানীর ব্যস্ততম ওই এলাকায় সিটি হার্ট নামের শপিংমলে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে খবর পেয়েই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার।

তিনি সাংবাদিকদের বলেন, সকাল পৌনে ৮টার দিকে নয়াপল্টনের সিটি হার্ট শপিংমলের দোতলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসলেও সেখান থেকে এখনো প্রচুর ধোঁয়া বের হচ্ছে বলে তিনি জানান।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি