রাজশাহীতে স্বর্ণের দোকানে ডাকাতি
প্রকাশিত : ১২:১৫, ২৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:১৫, ২৯ জানুয়ারি ২০১৭
রাজশাহী মহানগরীর হড়গ্রাম বাজারে একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। এতে নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার স্বর্ণাঙ্গকার লুট হয়।
পুলিশ জানায়, বিকেলে দোকান বন্ধ করে মালিক ও কর্মচারীরা যার যার বাড়িতে চলে যান। সন্ধ্যার আগে দোকানে এসে তারা দেখেন দোকানে অন্য তালা ঝুলছে। পরে সেই তালা ভেঙে দোকানে ঢুকে দেখেন দোকানের মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দোকানে প্রায় ৭০ থেকে ৮০ ভরি স্বর্ণালংকার এবং নগদ প্রায় ৫ লাখ টাকা ছিলো বলেও জানায় পুলিশ।
আরও পড়ুন