ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

রাজশাহীর সব মেসে লকডাউন ঘোষণা

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৩৮, ২৩ মার্চ ২০২০

শিক্ষানগরী হিসেবে খ্যাত রাজশাহীতে মেসগুলো লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে রাজশাহী মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে অনেক শিক্ষার্থী বাড়ি চলে গেছেন। তবে অনেকেই মেসে আছেন। তারা যেন করোনা ভাইরাসে আক্রান্ত না হন এ জন্য লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘রাজশাহীতে ১৫০টি মেস রয়েছে। প্রশাসনের পরামর্শে মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজশাহীর সব মেস লকডাউন ঘোষণা করা হয়েছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে তাদের সর্বক্ষণিক যোগাযোগ রয়েছে।’

রাজশাহীতে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে আরও ৮৩ জনকে। এ নিয়ে বর্তমানে ২১০ জন কোয়ারেন্টিনে রয়েছে বলে সোমবার দুপুরে জানিয়েছেন রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক। 

তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে আরও ৮৩ জনকে। একই সময় ছাড়া পেয়েছেন ২১ জন। বর্তমানে ২১০ জন রয়েছেন এ ব্যবস্থায়।’ 

স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে পাঠানো তালিকা অনুযায়ী গত ১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত রাজশাহীতে বিদেশ ফেরত এক হাজার ৩০৮ জন। এর মধ্যে মহানগর পুলিশের ১২ থানা এলাকায় রয়েছেন ৮১০। যার মধ্যে শুধু বোয়ালিয়া থানা এলাকার ৪০৮ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।

এআই/আরকে
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি