রাজস্ব প্রশাসন সংস্কারে টেকসই বিনিয়োগ ও বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব
প্রকাশিত : ১৭:৫৮, ২৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:০০, ২৭ এপ্রিল ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে আজ বিসিএস কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় রাজস্ব প্রশাসন সংস্কার ও কর-জিডিপি অনুপাত উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
সভায় জানানো হয়, দেশের রাজস্ব সংগ্রহের দুই-তৃতীয়াংশ আসে কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায়। শিল্প-বাণিজ্য বিকাশ, নিরাপত্তা ও বাণিজ্য সহজীকরণেও তাদের অবদান উল্লেখযোগ্য।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, অতিমূল্যায়িত জিডিপি হিসাব, বাস্তব অভিজ্ঞতাহীন নেতৃত্ব ও রাজস্ব আহরণে সর্বনিম্ন বিনিয়োগ কর-জিডিপি অনুপাত বৃদ্ধির অন্তরায়। রাজস্ব সংস্কারে বিনিয়োগ বাড়ানো ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে নেতৃত্ব তৈরির ওপর জোর দেওয়া হয়।
সম্প্রতি সরকারের অনুমোদিত 'রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫' নিয়ে বিসিএস কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশন তাদের পর্যবেক্ষণ তুলে ধরে। তারা জানায়, তাদের দেওয়া গুরুত্বপূর্ণ মতামত চূড়ান্ত খসড়ায় প্রতিফলিত হয়নি।
বিশেষ করে, রাজস্ব নীতি বিভাগে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের নিয়োগের সুপারিশ উপেক্ষা করা হয়েছে। বরং অন্যান্য ক্যাডার থেকে কর্মকর্তাদের নিয়োগের সুযোগ রাখা হয়েছে, যা রাজস্ব প্রশাসনের দক্ষতা ও স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সংগঠনটি সতর্ক করে।
তারা মনে করে, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনায় বিশেষায়িত ক্যাডারদের যুক্ত না করলে কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব হবে না। সংগঠনটি সরকারকে জনগণের প্রত্যাশা রক্ষায় সতর্ক ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে।
এসএস//
আরও পড়ুন