ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

রাজাকারদের বংশধরদের সঙ্গে কোনও আপস নয়: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ১৬ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৪:০৯, ১৬ ডিসেম্বর ২০১৯

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজাকারদের উত্তরসূরিদের সঙ্গে কোনও আপস করা হবে না। দলে ‘অনুপ্রবেশকারীদের’ আগামী সম্মেলনের মাধ্যমে বের করে দেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

সোমবার বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় সাম্প্রদায়িক অপশক্তির কারণে স্বাধীনতাকে এখনও সুসংহত করা যায়নি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক অপশক্তি, মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের দোসর ও তাদের প্রেতাত্মারা আজও বাংলার মাটিতে বিজয়কে সুসংহতকরণের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতা বিরোধী কোনও শক্তি ও তাদের বংশধরদের ব্যাপারে আমাদের কোনও আপস নেই। যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কেবল তারাই আওয়ামী লীগ করতে পারবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি