ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘রাজাকারমুক্ত দেশ গড়তে সহযোগিতা করবে সরকার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ১০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৫৭, ১১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজাকারমুক্ত বাংলাদেশ গড়তে সেক্টর কমান্ডার্স ফোরামকে সরকার সাহায্য করবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রী তার নিজ দফতরে সেক্টর কমান্ডার্স ফোরামের নেতৃবৃন্দের সাথে বৈঠকে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় রাজাকার-যুদ্ধাপরাধী এবং জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেক্টর কমান্ডার্স ফোরাম নেতৃবৃন্দ।

তারা বলেন, ‘রাজাকাররা দেশ, গণতন্ত্র ও সমাজের শত্রু। বাংলাদেশকে অস্থিতিশীল করতে তাদের চক্রান্ত এখনো অব্যাহত রয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে তাদের এ অপতৎপরতা নির্মূল করা মুক্তিযোদ্ধাদের নৈতিক দায়িত্ব। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করে এই ফোরাম।’

তথ্যমন্ত্রী তাদের সাথে একমত পোষণ করেন ও ফোরামের সাথে সরকারের একাত্মতার কথা জানান।

সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ বীর উত্তম, মহাসচিব হারুন হাবীব, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, ম হামিদ, নূরুল আলম, স্থপতি মোবাশ্বের হোসেন, সহকারী মহাসচিব আবুল কালাম আজাদ পাটোয়ারি এবং ফোরামের কেন্দ্রীয় নারী পরিষদের প্রেসিডেন্ট লায়লা হাসান বৈঠকে অংশ নেন। সূত্র: বাসস

 

এম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি