ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

রাজাকারের তালিকা তৈরিতে ৬০ কোটি : ক্ষমা চাইতে হবে প্রচারকারীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ১৯ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি প্রকাশিত ‘রাজাকারের তালিকা’ করতে সরকারের ৬০ কোটি টাকা খরচ হয়েছে জানিয়ে গণমাধ্যমে প্রচারিত সংবাদটি সত্য নয়।

আজ বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এতে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে ‘রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দৃষ্টিগোচর হয়েছে। কিন্তু এ তালিকা প্রণয়নের জন্য কোনও অর্থ বরাদ্দ দেয়া হয়নি বা বরাদ্দ চাওয়াও হয়নি। কাজেই একটি পয়সাও খরচের প্রশ্নই আসে না। এটি একটি অসত্য তথ্য।

এ ধরনের অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সংবাদ প্রকাশ ও প্রচারকারী কর্তৃপক্ষ সংবাদটি প্রত্যাহার করে ২৫ ডিসেম্বরের মধ্যে নি:শর্ত ক্ষমা প্রার্থনা না করলে তার বা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি