রামপুরা সংঘর্ষ নিয়ে ইংরেজি দৈনিকের প্রতিবেদনে বিজিবির তীব্র প্রতিক্রিয়া
প্রকাশিত : ১৯:১৪, ৮ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:১৬, ৮ আগস্ট ২০২৫

গত বছরের ১৯ জুলাই রাজধানীর রামপুরায় ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) একতরফাভাবে দায়ী করে দেশের একটি ইংরেজি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়েছে বলে দাবি করেছে দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বাহিনীটি । এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজিবি।
গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে বিজিবির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘Anatomy of BGB Shootings in Rampura’ শিরোনামের প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত, আংশিক সত্যের ওপর ভিত্তি করে তৈরি এবং বাহিনীর মনোবল ভাঙার চেষ্টা।
বিজিবির দাবি, প্রতিবেদনে টেক গ্লোবাল ইনস্টিটিউট-এর ফরেনসিক গবেষণার বরাত দিয়ে যেভাবে বাহিনীর ভূমিকা উপস্থাপন করা হয়েছে, তা ‘মনগড়া’। বর্তমানে ঘটনাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ বিভিন্ন সংস্থায় তদন্তাধীন। এখনই এমন নাটকীয় উপস্থাপন জনমনে ভুল ধারণা তৈরি করতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, গত বছরের ১৯ জুলাই রামপুরার সংঘর্ষে পুলিশ, র্যাব ও আনসারও উপস্থিত ছিলেন, কিন্তু প্রতিবেদনে কেবল বিজিবিকে দায়ী করা হয়েছে। এছাড়া ভিডিও ফুটেজে গুলি চালানোর দৃশ্য স্পষ্ট নয়, অস্ত্র তাক করার মুহূর্তও অনুপস্থিত।
বিজিবির দাবি, প্রতিবেদনে উল্লেখিত ৯৭২ রাউন্ড গুলির বেশিরভাগই ছিল পুড়ে যাওয়া গাড়ির ভেতরের গোলাবারুদ ও ফাঁকা গুলি। কোনো ভারী অস্ত্র, হেলিকপ্টার বা র্যাপিড অ্যাকশন টিমকে ব্যবহার করা হয়নি। বরং ভিডিওতে নাটকীয়ভাবে গুলির শব্দ সংযোজন করে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।
বাহিনীটি আরও জানায়, অভ্যন্তরীণ তদন্তে নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘দোষী শাস্তি পাক—আমরা সেটাই চাই,’ জানায় বিজিবি, তবে গবেষণার নামে তথ্য বিকৃতি করে কোনো বাহিনীকে দায়ী করলে প্রকৃত বিচার ও দেশের স্বার্থ দুটিই ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করে তারা।
এসএস//
আরও পড়ুন