ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

রাশিয়ার করোনাভাইরাস টিকা নিয়ে সংশয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ১২ আগস্ট ২০২০

রাশিয়া যেরকম দ্রুতগতিতে করোনাভাইরাসের টিকা তৈরি করেছে, তা নিয়ে বিশেষজ্ঞদের সংশয় বাড়ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গতকালই দাবি করেছিলেন এই টিকাটি এখন দেশটির ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন পেয়ে গেছে এবং শীঘ্রই এটি গণহারে তৈরি করে সবাইকে দেয়া হবে। তিনি আরও দাবি করেছিলেন, তার এক কন্যাকেও এই টিকা দেয়া হয়েছে।

টিকাটি নিয়ে মানবদেহে পরীক্ষা চালানো হয়েছে দুমাসেরও কম সময়। পুতিন দাবি করেছিলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে এটাই বিশ্বের প্রথম টিকা। খবর বিবিসির

তবে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী আলেক্স আযার রাশিয়ার দাবিকে বিদ্রুপ করে বলেছেন, টিকা তৈরি কোন প্রতিযোগিতার ব্যাপার নয়। কে কত দ্রুত টিকা তৈরি করতে পারলো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটি কতটা নিরাপদ এবং কার্যকর।

এদিকে যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ডঃ অ্যান্টনি ফাউসি বলেছেন, রাশিয়ার দাবি নিয়ে তার গুরুতর সংশয় আছে।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রীও এই টিকার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, এই টিকা নিয়ে যথেষ্ট পরীক্ষা চালানোর আগেই সেটি লাখ লাখ লোককে দেয়া খুবই বিপদজনক হবে।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি