রাশিয়ায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত
প্রকাশিত : ১১:২৯, ১ মে ২০২০

করোনার ছোবলে যখন দিকবিদিক ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের অন্যান্য রাষ্ট্র, তখনও সুবিধাজনক অবস্থায় ছিল রাশিয়া। কিন্তু, এপ্রিলের প্রথম সপ্তাহের পর থেকে করোনার দাপট শুরু হয়েছে দেশটিতে। যার শিকার লাখের বেশি মানুষ।
রাশিয়া সরকারের দেয়া তথ্যের বরাত দিয়ে আজ শুক্রবার জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বের সর্ববৃহৎ দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯৯ জন মানুষ করোনার শিকার হয়েছেন। যা একদিনে সর্বোচ্চ। এর আগে গত ২৭ এপ্রিল সেখানে একদিনে সর্বোচ্চ ছয় হাজার ৪১১ জন সংক্রমিত হয়েছিলেন। এতে করে সর্ববৃহৎ দেশটিতে আক্রান্তের সংখ্যা সংখ্যা ১ লাখ সাড়ে ছয় হাজার জনে দাঁড়িয়েছে। যার থেকে রক্ষা হয়নি প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনেরও।
বেড়েছে প্রাণহানিও। গত একদিনে উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের দেশটিতে মারা গেছে ১২১ জন। এতে করে প্রাণহানি বেড়ে হয়েছে ১ হাজার ৭৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন সাড়ে ১১ হাজারের বেশি মানুষ।
এদিকে গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের একটি ভিডিয়ো মিটিং সম্প্রচার করে সরকারি গণমাধ্যম রাসিয়া-২৪ টেলিভিশন। সেখানেই মিশুস্তিন জানান, তিনি করোনা আক্রান্ত।
৫৪ বছর বয়সি মিখাইল মিশুস্তিন গত জানুয়ারি থেকে রাশিয়ার প্রধানমন্ত্রী পদে রয়েছেন। করোনা ভাইরাসের বিরুদ্ধে রাশিয়া যে লড়াই চালাচ্ছে, তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
জানা যায়, রিপোর্ট পজিটিভ আসার পরেই হোম-আইসোলেশনে চলে যান তিনি। নিজের দায়িত্ব থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন। প্রথম উপ-প্রধানমন্ত্রী আন্ড্রে বেলোসভকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য এদিন ডিক্রি স্বাক্ষর করেন পুতিন।
করোনার সংক্রমণ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘মিশুস্তিনের যা হয়েছে, যে কারও সঙ্গেই তা হতে পারে।’ যদিও, রাশিয়ার প্রধানমন্ত্রী এখনও হাসপাতালে ভর্তি হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এসি/এসএ/